//যখন আসবে, এসেই যাক-না//
বলেই দিয়েছি আর বলবো না
বারবার বলে ভুল করব না
শুনিনি বললে, আমি মানব না।
লুকোচুরি খেলা আর খেলব না।
মানতেই হবে একটা সীমানা
সীমানার মাঝে লক্ষ্য নিশানা
হবে না দিবা বা নিশাও ঠিকানা
শুধু বাস্তবে দিতে যাব হানা।
জীবনের মাঝে খেলা থামবে না
সব খেলা এক হতেও হবে না
তোমার খেলাতে আমি ঢুকব না
ঠিক বিপরীত হতেও দেব না।
কখনো কারণ দূরে ঠেলব না
যুক্তি না দিয়ে কাজ করব না
কারণ রহিত বাহবা দেব না
বাহবার আশা করে থাকব না।
অন্ত মানব, দুঃখ পাব না
দুঃখ আসলে, তাতে জড়াব না
সুখ তাড়া করে ভুখ মেটাব না
অল্পের মাঝে সুখ ছাড়ব না।
ভুল করে, সেই ভুল লুকবো না
ঠিক না করার প্রয়াসে যাব না
জ্ঞান বাড়ানোর পথ ছাড়ব না
সব ঠিক হবে তাও মানব না।
অখুশীর ক্ষণ মনে রাখব না
আনন্দ ক্ষণ আমি ছাড়ব না
জীবনের শেষ দিন ভাবব না
যখন আসবে এসেই যাক-না।
সুবীর সেনগুপ্ত