//জৈবিক এই শরীর মহান//

কান্ না থাকলে দেখতে পাবে না
শুনতে পাবে না চোখ না থাকলে
ভুলভাল সব যুক্তি দেখিয়ে
ভোলাতে কি চাও তুমি ছলে বলে!

তুমি দেখে যাবে দুই চোখ দিয়ে
আমার দু-চোখ দেখতে পাবে না!
অবাস্তব এই কথার মধ্যে
যুক্তি খোঁজার মানেই হয় না।

প্রতিটি অঙ্গ করে যায় কাজ
যতক্ষণ না হয় অক্ষম
অনেক যন্ত্র হলেও অকেজো
নিজেকে বাঁচাতে প্রাণ সক্ষম।

প্রতি অঙ্গের কাজ নির্দিষ্ট
শরীর ভিন্ন, করে একই কাজ
অঙ্গের সাথে অঙ্গের যোগ
একটি জটিল জালেই বিরাজ।

আমাদের এই শরীর যন্ত্র
যন্ত্রের আছে বহু উপাদান
উপাদান সব নিজেই গড়েছে
জৈবিক এই যন্ত্র মহান।

জীবন শুরুতে পেয়েছি অঙ্গ
সাথে থেকে গেছে, ছাড়েনি সঙ্গ
তবে হয়ে গেছে পরিবর্তন
হয়েছে নীরবে না হয়ে ভঙ্গ।

অঙ্গের পর অঙ্গ অচল
তবুও তো প্রাণ থাকছে সচল
অঙ্গ যেগুলো অপরিহার্য
না হলেই হল সেগুলো বিকল।

শ্রবণ শক্তি হারিয়ে গিয়েছে
দৃষ্টিশক্তি এখনো তো আছে
বিষাদ ছাইবে এ তো স্বাভাবিক
তবে পড়ে লিখে জীবন চলছে।

বহু অঙ্গের মিলনে জীবন
অস্থায়ী, তবু দেখছে স্বপন
অঙ্গ হারিয়ে ভুগবে অনেকে
কারা যে ভুগবে! অজানায় মন।

সুবীর সেনগুপ্ত