//জীবন চলুক ইচ্ছামতন//
যে পথে চললে অহরহ ঝরে রক্ত
আমি হয়ে গেছি সেই পথটারই ভক্ত
ছাড়তে পারিনি এই পথ কোনোমতে
চলতে থেকেছি এই পথটারই সাথে।
জীবনের পথে থাকাই উচিৎ দর্শন
কিন্তু জীবন চলুক ইচ্ছামতন
আমিই এখন এই জীবনের মালিক
তা ছাড়াও আমি নই আর নাবালিক।
নিয়মের পথ ধরেই হয়েছি কান্ডারী
ইচ্ছাকে নিয়ে চলছিও পথে সরাসরি
'রক্তের পথ ছাড়ছ না কেন, বলো তো'!
এমন প্রশ্ন শুনে থাকি অনবরত।
কোন পথে নেই রক্ত তা কেউ বলেনা
সেরকম কোনো পথ নেই, তাও মানে না
জানা ও মানার মধ্যেই আছে এক রেখা
মুছে না ফেললে এই রেখাতেই পথ ঢাকা।
যারা খুনী, তারা রক্তেরই শুধু ভক্ত
হয়েছেও তারা সেই পথে আসক্ত
পথ দেখলাম, আর চললাম, হয় কী!
ইচ্ছাই যদি নাই দেয় সাথে, চলি কী!
জীবনের পথে চলা হবে কতদূর!
কেউ তা জানেনা, তবু আন্দাজে ভরপুর
বুদ্ধিমত্তা কোনো মানুষের কম নয়
তবে ইচ্ছার সাথেই চলতে মন চায়।
রক্তের পথ কে আর করে পছন্দ!
যারা করে তারা ব্যাতিক্রমের ছন্দ
সাধারণ ভাবে কামনায় শান্তির পথ
অবচেতনের মাঝে এটাই শপথ।
সুবীর সেনগুপ্ত