//জীবনের পরিহাস//
মুখ কেন ফ্যাকাশে
রক্ত কী নেই নাকি!
তা ট হতে পারে না
শরীরে এখনো প্রাণ...
শুধু প্রাণ! তাও নয়
হাত পা'ও নড়ছে...
কথাও তো বলছে
অসংলগ্ন নয়...
এটা ওটা চাইছে
নইলে রাগ করছে...
ও যে অসুস্থ, জানি
তা বলে অথর্ব নয়...
চিকিৎসা চলছে
দিচ্ছে না কোনো বাধা...
সুস্থ সে হয়ে যাবে
তাই জানা যাচ্ছে...
এ খবর তাঁর কাছে
খবর কী হচ্ছে!
সুস্থ হওয়ার কথা
তাঁর জানা নেই নাকি!
নিশ্চয়ই জানা আছে
ভাবতে তা পারি কী!
তবে কেন আছে ভয়ে!
সুস্থ হতে না চেয়ে...
এটাই তো প্রশ্ন
জেগেছে আমার মনে...
খুঁজে খুঁজে দেখলাম
জেনে অবাক হলাম...
খুন হতে গিয়েছিল
বেঁচে গেছে কোনোক্রমে...
এখন হাসপাতালে
সুরক্ষার আড়ালে...
সুস্থ হলে বিপদ
সুরক্ষা হবে রদ...
জানে সে তো মরবে
মানে, খুন হয়ে যাবে...
অসুস্থতাই ভালো
প্রাণটা হবে না কালো...
সেটাই কারণ নাকি
ফ্যাকাশে মুখটা দেখি...
জীবনের পরিহাস
মানুষ প্রাণের দাস...
গুরুত্ব যায় ঢেকে
প্রাণ যদি নাই থাকে...
সব এখন স্পষ্ট
তাই সে আড়ষ্ট...
যা হবার তাই হবে
লাভ নেই আর ভেবে।
সুবীর সেনগুপ্ত