//জীবনের অন্যতম সঙ্গী কথা//
ঠিক করেছি আর বলব না
ভুল করেছি অনেক বলে
অনেক কথায় ভুলের সুযোগ
এবার সুযোগ যাবেই ঢলে।
করব না মুখ বন্ধ, কিন্তু
বলব কথা সময় এলে
সময় যদি না পাই, তবে
ধরব না পথ কথার ছলে।
কথার সাথে আড়ি তো নয়
তাই তো কথা আসেই ঠোঁটে
আসবে যখন গিলব কেন!
গিলেই কেন রাখব সাথে!
রাখব কত! বলাই যায় না
এমন হিসেব রাখাও যায় না
সেই কারণেই গিলতে চাই না
কথা বলে ফেলি, আর ভাবি না।
অনেক বলায় নিষেধ কোথায়!
নিষেধ খুঁজি হেথায় হোথায়
সাহস জাগে মনের ভিতর
ডুবি কথার ঝর্ণা ধারায়।
কার কী ভাবনা এই বিষয়ে!
লাভ নেই এই ভাবনাকে নিয়ে
আমার অনেক কথায় যে ভুল
কার কিবা যায় এই ভুল নিয়ে।
কথার জন্ম শব্দ থেকেই
কথাও থাকে ধ্বনি মেখেই
যেমন তেমন শব্দ তো নয়
নিস্বনগুলো সব বিন্যাসেই।
বাচাল হওয়ার কী প্রয়োজন!
এর কৈফিয়ত দেবে বাচাল
অল্প কথার মানুষ যাঁরা
তাঁদের কাছে অল্পই ঢাল।
বিশদ বিবরণ প্রয়োজন
এর প্রতিবাদ করবে না কেউ
বিশদ ব্যাখ্যা নয় সর্বদা
থাকবে না এতে আপত্তি ঢেউ।
এই জীবনের সঙ্গী কথাই
আছেও আরো অনেক সঙ্গী
তবে কথাই সহজ সাথী
অল্প বেশী সব বিহঙ্গী।
সুবীর সেনগুপ্ত