//জীবনের মূল পাওয়া কি হবে না!//
যা কিছু চাই না, হয়েই যাচ্ছে
আর যা চাইছি, কোথায় হচ্ছে!
উড়ে যাওয়া মেঘ করছে নিনাদ
বৃষ্টি কোথায়! ভাবনা জুড়ছে।
শুধু কি আমার চাওয়া মিটছে না!
কেন ভাববো না এমন ভাবনা!
ভাবনা আমায় বুঝিয়ে দিয়েছে
যা ভাবছি সব ভুলে ভরা সোনা।
কথা বলে বলে এর তার সাথে
পেরেছি ধারণাগুলো বদলাতে
চাওয়া ও পাওয়ার পথ এক নয়
বিরল ঘটনা, কখনো তা ঘটে।
চাইবার আগে যদি পেয়ে যাই
তবে চাওয়া থেকে যায় আড়ালেই
যা পেলাম তাই নিয়ে মেতে উঠি
খুশির স্পর্শে মাতোয়ারা হই।
জীবনের মূল কোনটা যে হবে!
সে কী চাওয়া নাকি পাওয়া হয়ে যাবে!
এর নির্ধারণ করা মুশকিল
পেতে তো হবেই, চাইতেও হবে।
ক্ষণে ক্ষণে চাওয়া, উচিত হবে কি!
এমন স্বভাব কেউ মানবে কি!
কেউ মানবে না, এ তো সোজা কথা
মানবে না, তবে চাওয়া থামবে কি!
চাইল, কিন্তু কিছুই পেল না
আরো বেড়ে গেল চাওয়ার বাসনা
চলতে থাকলো ঘ্যান ঘ্যান করা
ভাবতে চেওনা বিরল ঘটনা।
চাওয়াকে এড়িয়ে চলা কি যায় না!
নিশ্চয়ই যায়, সহজে হয় না
এড়িয়ে চলার জন্য যা লাগে
তা হলো শুধুই পরিকল্পনা।
নিজের উপর রেখে বিশ্বাস
প্রতীতির সাথে নিয়ে নিলে শ্বাস
দূরে রাখা যাবে সব চাওয়াকেই
পাওয়া না গেলেও, নেই কোন ত্রাস।
কিছুই না পেলে জীবন চলে না
জীবনের মূল পাওয়া কি হবে না!
তবে পাওয়া হোক নিজ কৃতিত্বে
চেয়ে চেয়ে পাওয়া ঠিক যে লাগে না।
সুবীর সেনগুপ্ত