//জীবনের দাম, নেই পরিণাম//
জীবনের দাম আছে
কত দাম জানা নেই...
কী ভাবে যে জানা যাবে
সেটাও তো অজানাই...
কিছুই জানি না, তবে
দাম আছে সেটা মানি...
আর সেই কারণেই
খুঁজেই চলেছি আমি...
জীবনের দাম নিয়ে
করে থাকি আলোচনা...
মতামত কিছু পাই
মনে হয় সান্ত্বনা...
অনেকেই ভেবে নেয়
বোধহয় আমি পাগল...
দাম যদি থেকে থাকে
সেই দামে নেই বল...
কারো এই কথা শুনে
মনে বিরক্তি জাগে...
তাঁর উপর রাগ করে
তাঁকে ছেড়ে যাই আগে...
আগে গিয়ে খোঁজ করে
বুঝি আমি আছি ঘোরে...
কিচ্ছু জানে না কেউ
তাই কিছু বলছে না...
বলবে কি করে বলো
যা বলবে অগোছালো...
একজন ডেকে বলে
জীবন তো ছলে বলে...
ছলের কি দাম হবে!
জীবন আসবে যাবে...
নিতান্তই যদি থাকে
জীবনের কোন দাম...
একটা মূল্যতেই
সব দামে পরিণাম...
জীবন যতই হোক
দাম এক সকলের...
দাম কম বেশি নয়
জীবন এক দামের...
তা কি করে হতে পারে!
গরীব তো নড়বড়ে...
দাম কম গরীবের
বেশী দাম ধনীদের...
বলছো, তা মানছি
প্রমাণ একটা দাও...
নাই দিতে পারো যদি
কথাটা ফেরত নাও...
টাকা যার বেশি আছে
কেন সে হবে না দামী!...
অতি শিক্ষিত যাঁরা
তাঁরা কেন নয় দামী!...
দামের কি মাপকাঠি!
সেটা কি নয় শরীর!...
অঙ্গ সবার এক
দামেও একটি নীড়...
জীবনের দাম নেই
শুধুই আছে জীবন...
মূল্য সে যাই হোক
ছেড়েই যাবে ভূবন।
সুবীর সেনগুপ্ত