জীবনে শুধুই আলো আর আলো
সহজ সরল তরল জীবন
মানতে পেরেছে আমার যে মন
দূরে দূরে রেখে দিয়েছে গরল
জানতে পারেনি কোথায় যে খল।
জেনেছে বিধান, করেছে পালন
লাভ এবং ক্ষতি করেনি করন
এগোনোর পথে কেটেছে বাঁধন
গঠন করেছে সব সাধারণ।
দেখেছে কঠিন, সরে গেছে দূরে
খুঁজেছে সহজ, মন রেখে সুরে
ঘুরেছে অবাধ রঙ জুড়ে জুড়ে
ছেড়েছে অনেক জীবন সমরে।
হয়নি আয়েশী, নিয়েছে অল্প
দেখেছে প্রকৃতি, লিখেছে গল্প
গেঁথেও নিয়েছে কিছু প্রকল্প
কাজেই পেয়েছে তার বিকল্প।
সহজ জীবন মনে হয় ভালো
সরল মনেই খুশী জমকালো
তরল জীবনে দরাদরি কালো
জীবনে কেবলই আলো আর আলো।
সুবীর সেনগুপ্ত