//জীবন উঠুক স্তরে//
কল খুলে জল চাই
নাকি দামী কল চাই!
এটা কী প্রশ্ন হলো!
মান উঁচু হওয়া চাই।
যা কিছু কিনব আমি
হতে হবে নামি দামী
যা থাকবে আহারে
তাও ঠিক সেরকমই।
জীবন কী খেলো নাকি
দিন যাবে হরেগড়ে!
দাম আর নাম দিয়ে
জীবন উঠবে স্তরে।
জিনিস কিনতে গেলে
দেখতে হবেই দাম
দাম যদি কম হয়
কেনায় দেবো বিরাম।
জিনিস সস্তা হলে
লোকে কী বলবে, বলো!
দেবে না যে সম্মান
তাই তো কিনছি ভালো।
দামী গাড়ী দামী বাড়ী
দামী পর্দার সারি
সব কিছু টিপটপ
হতে হবে আহামরি।
প্রতিষ্ঠা না থাকলে
মর্যাদা থাকবে না
নামে দামে প্রতিষ্ঠা
সেটা আমি ছাড়ছি না।
যে যেমন ভাবে চায়
সে ভাবে নিক জীবন
আমি নামি দামী চাই
তাতেই দিয়েছি মন।
অনেক কথাই শুনি
গায়ে কিছু লাগে না
নামি দামী জড়িয়েছি
এই খুশী ছাড়ব না।
সুবীর সেনগুপ্ত