//জীবন থাকলে হারাতে হবেই//

এত দিন ধরে যা যা হারিয়েছে
সাধারণ এই জীবনে
কোনো দিন তার হিসাব করিনি
ইচ্ছা ছিল না মনে।

যখন হারিয়ে গিয়েছে, ভেবেছি
হারিয়ে যাওয়ার কী কারণ
কারণ পেয়েছি, কিংবা পাইনি
দুঃখে ডোবেনি এই মন।

খুব সামান্য ঘটনা হারানো
কখনো হারিয়ে যাবেই
কে কবে হারাবে কারো জানা নেই
হারাবে সব কিছুই।

কী হারায় না, বলতে পারো কী!
কঠিন এই জিজ্ঞাসা
ঠিক উত্তর দিতে পারবে কী!
পেলেই মিটবে আশা।

হারালে দুঃখ, নাকি আনন্দ!
বোধহয় দুটোই হয়
ভাবব কী তবে সেটাই হারাক
যাতে আসে খুশী আঙিনায়!

যেই না হারিয়ে গেল কোনো কিছু
তৎক্ষণাৎ কী ভুলে যাই!
নির্ভর করে কী হারিয়ে গেল
সঠিক জবাব তাই।

যা কিছু হারাই সব‌ তো জিনিস
হয় বড় নয় ক্ষুদ্র
ছোট ছোট নালা হারাতেই পারি
কিন্তু নয় সমুদ্র।

ভীড়ের মধ্যে হারায় শিশুরা
ভয়ানক সেই ক্ষণ
এমন হারানো কেউ চাইবে না
হারিয়ে যায় স্বপন।

প্রত্যেক মন কখনো হারায়
প্রত্যেকে ফিরে পায়
মন হারালেই ভাবনা বদল
হারানো কী কামনায়!

হারাবে না কিছু এ তো নিশ্চিত
যদি না থাকে জীবন
এ কথা সত্য মানতেই হয়
প্রতিবাদে নেই মন।

এও তো সত্য জীবন হারাবে
তবে কী চাইব হারানো!
এপাশে জীবন ওপাশে হারানো
কোন পাশ হবে রত্ন!

সুবীর সেনগুপ্ত