//জীবন সাধের ভান্ডার//

সাধ ছিল খুব সাধনার
কীসের সাধনা বুঝতে পারেনি
সাধ হয়ে গেছে ছারকার।

কার নেই সাধ জীবনে!
জীব মাত্রই সাধের শিকার
সাধই জীবন ধারণে।

না চাওয়াও এক সাধ
এ সাধ পূর্ণ করতে পারলে
প্রাপ্ত আসল স্বাদ।

সাধনা বলতে কি বুঝি!
মুদিত নয়নে ধ্যানে বসব কি!
নাকি মনযোগ খুঁজি!

সকলের সাধে অর্থ
এর থেকে বাদ, হলেই হয়ত
ঘটতে পারে অনর্থ।

শিশুর চাওয়াকে সাধ বলব কী!
নিশ্চয়ই সাধ, তবে অজ্ঞানে
পরে বিবর্ধন, নয় কি!

প্রতি পলে সাধ আমাদের
বহু সাধ গড়ে মরেও তো যায়
দু-একটা ধন মনের।

খুব বড় বড় যত সাধ
দাবিয়ে রাখেই ছোট সাধগুলি
নেই বিবাদ, বা প্রতিবাদ।

সাধ সাধারণ মূলতঃ
সাধ অসাধারণ কতই না হয়!
কিছু জানলে বিব্রত।

যায় না তো সাধ করা
কে কার হয়ে যাবে সন্তান
এ যে বিধাতার ধারা।

সাধ সুস্বাদু আহারের
বিলাসবহুল জীবন ভ্রমণ
আর ভালবাসা ঢের।

সাধ করে আবদার
কোথায় কখন জানতে হবেই
নইলে বন্ধ দরবার।

জীবন মানেই সাধের
এই সাধ জানি পাওয়ার পরেই
তবু এই সাধ অবিকার।

একদিন শেষ সব সাধ
যেদিন অচল হয় এই জীবন
যার হয় না তো সাধ।

সুবীর সেনগুপ্ত