//জীবন নিয়ে একটু ভাবনা//
ক্লান্তি শ্রান্তি নির্জীবতা অবসাদ
করতে পেরেছি একটি বাক্সে বন্দী
দুঃখ পারিনি নিয়ন্ত্রণে আন্তে
সেই কারণেই দুঃখের সাথে সন্ধি|
মানতে চাইনি এই জীবন মূল্যবান
নিয়েছি জীবন সহজভাবেই আমি
সুখ্যাতি যশ সুনাম নিয়ে ভাবিনা
এ সব ছিলই, থাকবে আঁকড়ে ভূমি|
আনন্দকে এনেছি আমার হেফাজতে
সুখের লক্ষ্যে ছুটিনি আমি প্রতিদিন
পরমানন্দে কাটে প্রবাহিত সময়
খুব উল্লাসে হয়না মন অচিন|
জীবন শহরে জীবন গ্রামের ভিতরে
জীবন জীবনই থাকে, আর কিছু নয়
শহরেও থাকি গ্রামের সুবাস জড়িয়ে
ঠিক তেমনই গ্রামে কলরবে মন ধায়|
আমি এক প্রাণ, নই বৈশিষ্টসূচক
তোমার যে প্রাণ, তাও আমারই মতন
দুজনেরই প্রাণ একই প্রকরণে এসেছে
দুজনেরই হবে কোনো একদিন নিষ্ক্রমণ|
এসেছে যখন, যেন-তেন ভাবে চলবে
চলতে চলতে খুঁজে পাবে গন্তব্য
কারো জানা নেই গন্তব্যের ঠিকানা
তা সে যেই হোক সভ্য বা অসভ্য|
যেন-তেন চলা কোনো জীবন কী মানবে!
মানবে না, তাই সুখ সন্ধানে ছুটবে
এখানেই যত গন্ডগোলের সূচনা
তৎসত্বেও মানুষ সুখই চাইবে|
আছে নাকি কোনো নিয়ম জীবন চলার!
সভ্য সমাজে কিছু নিয়ম তো আছেই
সে-সব নিয়ম রুখতেই অপরাধ
নিজস্ব জীবন নিজের নিয়মেই|
যাঁর অনুভবে বিরক্তি ক্রোধ ঘৃণা নেই
তাঁর কাছে সুখ সহজলভ্য হয়ে যায়
তাই যদি হয়, কেন হতে যাব নির্জীব!
অবসাদ নিয়ে কেন নিতে যাব পরাজয়!
সুবীর সেনগুপ্ত