//জীবন মানেই আশা প্রত্যাশা//
উড়ে উড়ে দূরে চলে গিয়েছিল
এক এক করে ফিরে এসেছিল
সেই আশাগুলো ভুলে গিয়েছিল মন
আবার জাগিয়ে তুলছে নব স্বপন|
এক এক করে এসে যায় আশা
বাঁধতেও চায় মনে এক বাসা
বাঁধতে পারেনা, হয়ে যায় অসফল
একটি বা দুটি হয়েও যায় সফল|
এই মনে স্থান পায় না যখন
আশাগুলো খোঁজে আর এক মন
মন তো আছেই, বহু সংখ্যায় ভুবনে
এই মন ছেড়ে কোন মনে যায়, কে জানে!
কোথা হতে আশা হয় উৎপত্তি!
অজানা উৎসে আছে আসক্তি
অজানাই থাকে, কিন্তু আশা তো পাই
সকলেই খুশী হই এই পাওয়াতেই|
সব নিরাশার উৎস আশায়
দুরাশায় এই উৎস থেকেই
নিরাশা দুরাশা নয় কামনার ভাগ
স্পষ্টত এই দুই অন্তরে কাটে দাগ|
বলতে পারিনা আশা অনুমান
এই সংজ্ঞা কী দেবে অভিধান!
না দিলেও, আমি কোথাও তো পাই মিল
এ কী আন্দাজে ছুঁড়ে দেওয়া এক ঢিল!
আশা আকাঙ্খা কামনা বাসনা
প্রতি মানুষের জীবন সাধনা
হতাশার বিপরীত কী নিরাশা দুরাশা!
নাকি বলবই বহু শব্দের পরিভাষা!
কোন আশা হয়ে যাবে স্বীকার্য!
এই সিদ্ধান্ত কে করে ধার্য!
এই সিদ্ধান্তে তুমি আমি নিজে যাই
আশা বেছে নিয়ে তাতেই মন জড়াই|
আশা প্রত্যাশা থেকেই প্রেরণা
প্রেরণা থেকেই সৃষ্টি ঝর্ণা
দূরে যাওয়া আশা ফিরেও আসতে পারে
আশা নিয়েই তো কারবার চরাচরে|
সুবীর সেনগুপ্ত