//জীবনযাপন আপন মনেই//

আপন মনে জীবন যাপন
জানি তাতে জড়ায় না মন
আর যা আছে তাই তো আপন
এইতো আমার সুখের জীবন।

জীবনযাপন সহজ ব্যাপার
খুব অভাবেও সময় তো পার
স্বাচ্ছন্দ্যে সেই দুয়ে দুয়ে চার
দিনের শেষে নিদ্রাই সার।

জীবন থাকলে যাপন হবে
জীবন বদলে যাবেই যাবে
টাকা পয়সা হিসাব জুড়বে
হিসেব নিয়েই জীবন চলবে।

নিজ নিজ মন সবই আপন
মন চালানোর কার কি ধরন!
কোন মন শুধু চাইবে স্বপন!
চাইলে কি হবে অপ্রয়োজন!

জীবন গঠন চলার জন্য
চলা প্রকরণ সব অনন্য
কোন চলা পাবে খুব প্রাধান্য!
জবাব পেলেই হব তো ধন্য।

চলার অনেক পথের ঠিকানা
সব ঠিকানার হদিস অজানা
দুই চার পথ সকলের জানা
সেই পথে পথে জীবন চালনা।

জীবন মনের এক উপাসক
উপাসনা নয় বল-পূর্বক
মনের আদেশ নিয়ে করা ছক
কারণ যে মন প্রাণ রক্ষক।

সুস্থ মনের অধিকারী হলে
চলবে জীবন বেশ হেলে দুলে
তখন তো মন নিজের কবলে
জীবনযাপন সুরে তালে তালে।

সুবীর সেনগুপ্ত