//জীবন চালাতে মনই শ্রেষ্ট//
মন যা বলতে চায় না, বলিনা
কিন্তু বিষয় জানা হয়ে যায়
তা কী পুষে রাখি হৃদয় মাঝারে!
যতনে রাখার প্রয়াস হারায়।
মনে এসে গেছে, বলছি না কেন!
কারণ আছেই, শুধু আমি জানি
কিন্তু কারণ প্রকাশ করি না
করি না, কারণ এ তো মনমানি।
স্বাধীন স্বাধীন, সবাই স্বাধীন
না চাইলে কেউ হয় না অধীন
শোনা, বলা, আর কাজ করা নিয়ে
নিজের ভাবনা, তারই অধীন।
কোনটা মুখ্য, শরীর না মন!
দুটোই মুখ্য থাকে আমরণ
দুটোই মুখ্য হতে পারে নাকি!
পারে পারে পারে, মানে এই মন।
মনের বাসস্থান এক শরীর
শরীরের মাঝে অঙ্গের ভীড়
সেই ভীড়ের এক অংশ কী মন!
সবাই মানলে তাই হবে নীড়।
কী জন্য আমাদের এই মন!
কার কী ধারণা, সবই স্বপন
একটি মানুষ, একটি ভাবনা
সেই ভাবনাই ধারণার ধন।
নিজ মন করে ফেলে নির্ণয়
কখন হবে যে বলার সময়
শোনা ব্যাপারটা থাকে না দখলে
তবে কাজ করা মন বলে দেয়।
সবার উপরে আমাদের মন
মনই চালায় প্রতিটি জীবন
সামলে রাখার দায়িত্ব কার!
এই দায়িত্বে সব মানুষজন।
সুবীর সেনগুপ্ত