//যেটা বেশি ভাবি, তাই হয়ে যায়//
অজান্তেই কি বিপদ চাইছি!
এই ভাবনাই আজ জড়িয়েছে
অন্য ভাবনা কোথায় যে আজ
ভাবনা কি সব বিপদে মিশেছে!
ভাবনা কখনো চাইতে হয় না
দোকানে বাজারে কিনতে হয় না
পাওয়ার জন্য না লাগে প্রয়াস
ভাবনাও ছুটে আসে বারে বারে।
বিপদ কি ঠিক ভাবনার মতো!
হয়ত বা তাই, বলা মুশকিল
বিপদের আগমন না জানিয়ে
দুটোই কি তবে সব কালো তিল!
বিপদ চাই না, ভাবনা তো চাই
ভাবনা কিন্তু না চেয়েই পাই
না চেয়ে বিপদ এসে ধরা দেয়
পেয়ে গেলে, হয়ে যায় ধরাশই।
কি করে যে হয় অজান্তে চাওয়া!
উত্তর খোঁজে পেয়ে যাই হাওয়া
জ্ঞানে অজ্ঞানে কেউ চাইবে না
কক্ষনো কোন বিপদের ছোঁয়া।
বিপদ মানে না আঁধার ও রোদ
বিপদ আসবে হলেও অবোধ
লব্ধপ্রতিষ্ঠ হলেও আসবে
বিপদ দেখাতে চায় না দরদ।
বিপদ সামনে বিপদ পিছনে
বিপদ সাগরে পাহাড়ে ও বনে
এত জ্ঞান যদি আছে আমাদের
না গেলেই হয় এই সব স্থানে।
সব ভ্রমণকারী পড়ে না বিপদে
তাই তো ভ্রমণ থামেনা ধরাতে
অগ্রিম জানা যায় না বিপদ
তাই অভিযান মানুষের ধাতে।
যেটা বেশি ভাবি, তাই হয়ে যায়
কথার কথা কি, নাকি প্রত্যয়!
জানা নেই, কভু জানাও যাবে না
তবে বিশ্বাস মনের কোনায়।
জ্ঞান কম বেশি যতই হোক না
বিপদ ঠেকাতে পারাই যাবে না।
স্থান কাল আর পাত্রকে ভুলে
বিপদ আসবে দেবেও যাতনা।
সুবীর সেনগুপ্ত