//জানার ইচ্ছা//
যত না জেনেছি
তার থেকে বেশী জানিনি
সেই কারণে কী
জানার ইচ্ছা থামেনি!
কী কারণে জানা
খুব পারা যায় বুঝতে
তবে তা তো নয়
প্রতিটি জানার মাঝেতে।
জেনেই চলেছি
কিছু না কিছুই অহরহ
না জানার তরে
মনও করেনি বিদ্রোহ।
জানতেই হবে
ভাবনা তো নয় সেরকম
পাকে চক্রেও
জানছি অনেক হরদম।
জানা প্রয়োজন
জীবনের পথ চলতে
জানছে সবাই
এ কী আর হবে বলতে!
কিছু কিছু জানা
খুবই বাধ্যতামূলক
অ আ ক খ আর
গণনা তারই সূচক।
জানতেই হয়
পথ ঘাট সাথে নির্দেশ
আদব কায়দা
জেনেই তো হয় প্রবেশ।
যেই জানা হলো
নিশ্চিত জ্ঞান বাড়লো
বেড়ে বেড়ে জ্ঞান
সম্পদে পরিণত হলো।
জ্ঞান বৃদ্ধিতে
জ্ঞানী হওয়া সম্ভব
জ্ঞানী হয়ে গেলে
মনের ভিতরে উৎসব।
জ্ঞান আহরণ
ভীষণ সঠিক কামনা
জ্ঞান অনন্ত
এই কথা নয় ধারণা।
জানা হবে না তো
কখনোই শেষ জীবনে
জানা শেষ হবে
একবারই শুধু মরণে।
সুবীর সেনগুপ্ত