//জানা-অজানার মাঝে কিছু নেই//
জানা-অজানার মাঝে কী যে আছে!
জানার ইচ্ছা আমার
কিছু কি থাকবে! মনে তো হয় না
তাই খুলছে না দ্বার।
হয় জানা যাবে, নইলে অজানা
জ্ঞানের কি নয় দুই ভাগ!
শুধু এক ভাগে থাকে না তো কেউ
দুই ভাগে কাটে দাগ।
জানি এই পৃথিবীতে আছে প্রাণ
প্রত্যেকে এটা জানি
আর কোন গ্রহে আছে নাকি প্রাণ!
কেউ তা জানিনা, মানি।
কোন জ্ঞান শুধু একজন জানে!
কেউ করবে না দাবী
আছে এরকম বহু বহু জ্ঞান
সকলেই অনুভবী।
কিছু কিছু জ্ঞান আড়ালেই আছে
থেকে যাবে আড়ালে
মানুষ বুঝেছে জানা অসম্ভব
তবুও প্রয়াস চলে।
সাঁতার জানিনা, জলেও নামি না
শিখতে পারি সাঁতার
কেউ বলবে না এ তো অসম্ভব
প্রয়াস নয় অসার।
জ্ঞান আহরণ সবার স্বভাবে
এই কথা নয় ভুল
জানার ইচ্ছা হয় হবে বেশী
কম হলে নয় ঝুল।
জ্ঞান ভান্ডারে জ্ঞান ঢোকালেই
জ্ঞান নিরাপদ স্থানে
পারে না করতে কেউ জ্ঞান চুরি
তবে পেতে পারে দানে।
ভাসা ভাসা জ্ঞান থাকতে তো পারে
ভালোভাবে যদি না জানি
জানা-অজানার মাঝে কম জ্ঞান
বললে কি মানহানি!
ভাসা ভাসা জ্ঞান, জ্ঞান হবে নাকি!
আমি তো বলব, না
কেউ যদি বলে এটাও তো জ্ঞান
প্রতিবাদ করব না।
সুবীর সেনগুপ্ত