//জানা আর জ্ঞান একই সত্ত্বা//
কারো জানা নেই, উঠছে না কথা
গড়ে উঠছে না কোনো প্রেক্ষিত
আড়ালের কথা, থাকুক আড়ালে
বলা ভুল হবে এ উপেক্ষিত।
নতুন বিষয় করে উত্থাপন
করা কী যায় না জানার চেষ্টা!
এই অধিকারে আসবে না বাধা
তবে হতে পারে কেউ উপদেষ্টা।
শুরু জানা দিয়ে, তারপরে কথা
আর না জানলে, রাখা নীরবতা
শুনে শুনে জেনে নিতে পারলেই
কিছু না কিছু তো হয়ে যাবে কথা।
অল্প সময়ে খুব জানা যায়
যদি হয় কোনো ক্ষুদ্র বিষয়
অনেক বিষয় বৃহদ হলেও
ক্ষণিক সময়ে কেউ শিখে যায়।
মানুষের আছে এক প্রবণতা
সুযোগ পেলেই খুলে নেয় খাতা
খোলা খাতাতে কেবলই শব্দ
শব্দ মানেই, কথা কথা কথা।
বিষয় বিহীন কথা হয় নাকি!
নিশ্চিত হয়, বলতে বাধা কী!
জানা বা না-জানা তখন কোথায়!
প্রেক্ষিত নিয়ে তখন ভাবি কী!
জেনে ফেললেই, জানা জ্ঞান হয়
জ্ঞান বৃদ্ধিতে জানাই উপায়
এই উপায়ের বিকল্প নেই
জ্ঞান ধন হয়ে আবেগে জড়ায়।
সকলে বলবে, এটাই তো ঠিক
সকলে জানবে, হবে না বেঠিক
জানা আর জ্ঞান একই সত্ত্বা
জীবনের পথে মুখ্য প্রতীক।
সুবীর সেনগুপ্ত