//যা কিছু সত্য তাই তো ঘটনা//
ঘটনা সত্য তাই তো বলছি
মানছ না তুমি দিচ্ছ কারণ
একটা কারণও ধোপে টিকছে না
করেই যাচ্ছ একই আচরণ।
ঘটনা মিথ্যে করার প্রয়াস
নয় কি তোমার এক অভ্যাস!
কী ভাবে এটাকে করেছে রপ্ত
কেন এসেছিল এই অভিলাষ!
যা কিছু সত্য তাই তো ঘটনা
মিথ্যে বানালে ভেঙে যাবে কানা
ভাঙ্গা শুরু হলে ভেঙে খান খান
মিথ্যের ভিত গড়তে পারেনা।
আমাদের মন বিগলিত ধারা
স্বার্থে আঘাতে হয় দিশাহারা
তখন বোধহয় মন চেয়ে থাকে
সমাধান হবে মিথ্যেরই দ্বারা।
ঘটনার ঘনঘটা পৃথিবীতে
কখনো কমবে, পারি কি ভাবতে!
জানা ঘটনার সংখ্যা অশেষ
অজানা বোধ হয় বেশি সংখ্যাতে।
সত্যকে সাথে রাখার প্রয়াস
এ কেমন কথা! এ তো পরিহাস
পরে পরিতাপ করে কি যে লাভ!
সত্য জীবনে আলোর আভাস।
সত্যকে সাথে রাখলেই আলো
সত্যই পারে মুছে দিতে কালো
সাময়িক ক্ষতি হয়ত বা হয়
অন্ত কিন্তু নয় টলোমলো।
কিছু না ঘটলে ঘটনা হবে না
মিথ্যে হওয়ার প্রশ্ন ওঠে না
বানিয়ে বানিয়ে করলে মিথ্যে
ক্ষতি ছাড়া লাভ কখনো হবে না।
সুবীর সেনগুপ্ত