//যা থাকার তাই থাকে//
আছে তাই পাচ্ছি
পেয়ে রেখে দিচ্ছি
প্রয়োজনে ঢাকছি
ঢেকে ভুলে যাচ্ছি
আনছি তো আনছি
ঘর ভরে ফেলছি
এ এমন খেলা যার নেই কোনো বিরতি
এই খেলা শেষ করে কে পেয়েছে শান্তি!
যেটা নেই গড়ছি
গড়া নিয়ে ভাবছি
গড়তে না পারলে
অধুরাই রাখছি
আর কেউ গড়লে
তাই কিনে আনছি
আগের খেলার মতো এ খেলাও চলছে
চলুক চলুক সে তো এই মন বলছে।
আছে তাই দেখে থাকি
নেই, ভাবনায় দেখি
দেখলেই চেয়ে থাকি
ছোটাছুটি করে থাকি
দেখে মন খুশী নাকি
না দেখে কী খুব দুখী
জবাব যতই পাই, মানে নয় ভিন্ন
আলাদা আলাদা মনে সমতার চিন্হ।
থাকলেই তবে পাই
না থাকলে, পাওয়া নাই
পেয়েও কী হবে ভাই
না পেলেও ক্ষতি নেই
সব তো শুধু মায়াই
খেলাতে বেশী ছায়াই
থাক বা না-থাক, তাতে কিবা আসে যায়
যা থাকার তাই থাকে, চাওয়াই হারায়।
সুবীর সেনগুপ্ত