//যা নিশ্চিত হবেই//
অবধারিতই ক্ষিধে নিয়ে মরব না
অবধারিতই চুরি করে বাঁচব না।
অবধারিতই করব পালন সৎ জীবন
অবধারিতই রাখব সাধারণ জীবন।
অবধারিতই গড়ব না কোনো দূর্গ
অবধারিতই গৃহ হবে মম স্বর্গ।
অবধারিতই কামনায় স্থায়ী সমাধান
অবধারিতই মন হবে খোলা ময়দান।
অবধারিতই সীমিত থাকেনি ভাবনা
অবধারিতই অচেনা করেছি চেনা।
চেনা অচেনার মাঝারে করিনি ভেদাভেদ
অবধারিতই অযথা আনিনি মনে জেদ।
অবধারিতই হয়েছি আঁধারে অন্ধ
অবধারিতই আলোতে পেয়েছি ছন্দ।
অবধারিতই আলো আর কালো পাশাপাশি
অবধারিতই দুটোই ভূবনে রশিরাশি।
অবধারিতই আকাশে উড়বে পাখী
অবধারিতই বৈশাখে কাল বৈশাখী।
অবধারিতই ঋতু আসবে ও যাবে
অবধারিতই প্রকৃতি স্বাধীন থাকবে।
অবধারিতই থাকবে ধনী গরীব
অবধারিতই প্রাণ চলে গেলে নির্জীব।
অবধারিতই প্রতি মন জুড়ে আশার দল
অবধারিতই কিছু আশা এনে দেয় ফল।
অবধারিতই কাজের সংখ্যা বাড়বে
অবধারিতই কাজে পছন্দ আসবে।
অবধারিতই প্রতিটি মানুষ খুঁজবে সুখ
অবধারিতই চাইবে না কেউ বিরহ দুখ।
অবধারিতই কলহ দেখবে অন্ত
অবধারিতই কলহ শেষেই শান্ত।
অবধারিতই প্রাণের সূচনা ঘটবে
অবধারিতই প্রাণও শরীর ছাড়বে।
অবধারিতই সবাই হবে প্রবীণ
অবধারিতই তখন আশাও ক্ষীণ।
অবধারিতই কোনো একদিন প্রস্থান
অবধারিতই সব কাজ হবে অবসান।
সুবীর সেনগুপ্ত