//ইতিহাস হতে হবেই সত্য//
ছোট্ট বেলায় যা কিছু পড়েছি
ইতিহাসে লেখা, সত্য মেনেছি
যৌবনে এসে জীবন ধরেছি
যা পড়েছিলাম, ভুল তা জানছি।
পুস্তকে লেখা কী করে মিথ্যে!
লেখক ছিল কী ভ্রান্ত চিত্তে!
কী করে তা হয়! এ তো অন্যায়
এই জিজ্ঞাসা ঘুরছে বৃত্তে।
কে কোন সময়ে ইতিহাসকার!
কার দ্বায়িত্বে ছিল অধিকার!
ক্ষমতায় ছিল যে রাজনীতিবিদ
তাঁর প্ররোচনায় ভুল সম্ভার।
সেদিনের লেখা আজ পাল্টেছে
আজ ক্ষমতায় অপরে এসেছে
ইতিহাসকার আজ এই দিনে
লিখবে কী ঠিক! সন্দেহ আছে।
এক প্রজন্ম কিছু জেনে যায়
নব প্রজন্ম ঘুর পথে যায়
এ কী অদ্ভুত এক পদ্ধতি
মানা সম্ভব কিছুতেই নয়।
ইতিহাস ধরে রাখবে সত্য
অতীতের কথা জানব নিত্য
এগিয়ে যাওয়ার সেটাই প্রেরণা
খুঁজে বের করা নতুন তথ্য।
ইতিহাস আছে, পুরনোকে জানি
পুরনোকে জেনে, নব তুলে আনি
ইতিহাসহীন সমাজ আঁধারে
ধারণাতে সবকিছু মনমানি।
সুবীর সেনগুপ্ত