//ইচ্ছে কী স্থায়ী হতেই পারেনা//
দাবী যা করিনি
তাই দিতে চেয়েছিলে
যা চেয়েছিলাম
সেটা দূরে রেখেছিলে।
যা যা দিয়েছিলে
সবই কী ইচ্ছাকৃত!
নাকি বলবেই
বাস্তব সম্মত।
ইচ্ছে মতন
চলে না জীবন, জানি
তবুও ইচ্ছা
হারিয়ে যায় না, মানি।
ইচ্ছা কামনা
কিংবা তা হবে বাসনা
কাঙ্খিত হয়ে
ইচ্ছে কী নয় প্রেরণা!
হয়ত বা তাই
কারণ, ইচ্ছে স্থায়ী নয়
অস্থায়ী হয়ে
ইচ্ছে পাল্টে যেতে চায়।
দাবী অনুযায়ী
তুমিও যেমন দাওনি
তোমার দাবীও
অপূর্ণতার সরণী।
তবুও কী ভাবে
দুজনের পাশে দুজনে!
এর প্রতিভাষ
সবই বিধির বিধানে।
সুবীর সেনগুপ্ত