//ইচ্ছামতনই দূর এর উপলব্ধি//

দূর দুরে আছে, হবে কি সে আর বলতে!
করছি কি কিছু, দূরকে নিকট করতে!

শুধু সান্তনা, দূর করে না তো জ্বালাতন
নিকটে এলেই, জানা যায়, বাড়ে প্রয়োজন।

প্রয়োজন হোক বৃদ্ধি, সেটা কি চাইনা!
চাই বলেই তো, দূর কে জানার কামনা।

যা কিছু নিকটে, সব জেনে গেছি নাকি!
তা যে নয়, এই সত্য কি ভাবে ঢাকি!

সব দূর যদি নিকট হয়েই যেত
তবে কি জীবন তৃপ্তির ছোঁয়া পেত!

কাছে টানলেই, দূর কী হয় নিকট!
হয় না, সেটাও বলে ফেলি অকপট।

কে যে বলে দেবে, দূর এর সঠিক অর্থ!
প্রকৃত সংজ্ঞা খুঁজতে খুঁজতে ব্যর্থ।

ইচ্ছেমতনই দূর এর উপলব্ধি
আর সেই উপলব্ধিতে নিজ বুদ্ধি।

অজানা জানব, এই প্রবৃত্তি মানুষের
অজানা কি শুধু হয় সম্পদ দূরের!

নিকটেও আছে অজানার ছড়াছড়ি
নিকটে নিকট দেয় না তো সুরসুরি।

দূরই কেবল হাতছানি দিয়ে ডাকে
নিকটে নিকট, এলেবেলে হয়ে থাকে।  

বিশ্বাস দূরে, আসতেই পারে নিকটে
যদি মন থাকে অমলিন ভাবনাতে।

দূরে আছে, থেকে যাক দূরে শত্রুতা
নিকটে আসলে, ঠেলব না দূরে মিত্রতা।

শত্রুর থেকে দূরে থাকাটাই কামনা
বন্ধুকে কাছে পাওয়ার ভীষণ বাসনা।

গগন সুদূরে, সুদূরেই থেকে যাবে
নিকটে আসার প্রশ্ন হাওয়ায় ভাসবে।

যাই মহাকাশে, মহাকাশ জ্ঞান নিতে
নিকটে আনার প্রয়াসে চাই না যেতে।

যত আগে যাই, তত দূরে যায় দিগন্ত
দিগন্তের এই খেলার নেই তো অন্ত।

মানুষের মন দূরে যায় অনায়াসে
বিশ্বাস নিয়ে মন অজানায় ভাসে।

ভালোবাসা দূরে থাকলে, হারায় তৃপ্তি
নিকটে এলেই ফুটে উঠে সব দীপ্তি।

দূর আছে, তাই নিকট বুঝতে পারি
বিপরীত ভাবে, ভাবলে কী ভুল করি!

সুবীর সেনগুপ্ত