//একটা প্রকাশ করে হোক আলোচনা//
ঘুরঘুর করছিল একটা কথাই মনে
সেটাই বলব আমি ভাবলাম
বলতে গিয়েই এই মন দমে গেল
না বলেই আমি থেমে থাকলাম।
কথাটা বলতে বাধা এল কোথা থেকে!
না জেনে কী ভাবে দেবে বাধা!
আমি জানি এই কথা নয় অনাসৃষ্টি
এই কথা বলা যায় সর্বদা।
কথাটা শুনিনি আমি কারো কাছ থেকে
একান্ত নিজস্ব আমার এই কথা
হলেও নিজস্ব, জানানোর প্রয়োজন
আমার এই মতে নেই ধাঁধা।
কথাটা না বলে আমি করে গেছি ভুল
যাকে জানানোর ছিল, হলো না
জানানোর কারণটা হারিয়েও গেল
আগুন যা জ্বলছে, নিভল না।
আমার মন যে ভীত, প্রমাণ করেছি
সে প্রমাণ আমার এই নীরবতা
ভেসে আসা কথাগুলো মনে কেন ঢোকে!
উত্তর দিতে নেই কোন দাতা।
আজ এক কথা আমি বলতে চেয়েছি
এরকম শত কথা মনে বসে
এই সব কথাগুলো ভাঙাচোরা নাকি!
বেশীক্ষণ থাকে না তো বিশ্বাসে।
বহু কথা মনে হয় নিষিদ্ধ অবৈধ
সেগুলোর ইতি শুধু আঁধারে
এখন তখন এই মনে জেগে ওঠে
তারপর নিমেষেই যায় মরে।
অব্যক্ত কথাগুলো গড়ে নাকি সৌধ
কক্ষনো নয়, শুধু মন ভারী
শুধু কি আমার মন! আছে আরো মন
একই ঘটনায় দেয় পাড়ি।
ব্যক্ত যে কথাগুলো নিশ্চিত স্পষ্ট
অব্যক্ত হয়ে নেই আলোচনা
তাই তো বলছি হোক ইচ্ছা প্রকাশ
বেরিয়ে আসুক সুস্পষ্ট ধারণা।
সুবীর সেনগুপ্ত