//ইচ্ছা এবং প্রয়োজন খুব জরুরী//

জেনে না থাকলে জানা প্রয়োজন
যদি সেই প্রয়োজন হয় জরুরী
তা না হলে থেকে যাক না অজানা
কিছু অজানার সাথে হোক আড়ি।

কীসের বিশ্লেষণে এই মন!
তা কি জ্ঞান নাকি সেটা প্রয়োজন!
একটা থাকলে আসে আরেকটা
পরস্পরের প্রতি আকর্ষণ।

প্রয়োজন নেই ব্রাত্য হবেই
মনে আসবে না অবধারিতই
হঠাৎ আসলে দূরে ঠেলে দিয়ে
ঠিক প্রয়োজনে মন হয় ব্যস্ত।

জ্ঞানের বৃদ্ধি জানবার পরে
জ্ঞান বৃদ্ধিতে প্রয়োজন বাড়ে
সেটা কি কাম্য! করলে প্রশ্ন
জীবনের গতি যায় অবসরে।

যেখানেই গড়ে উঠুক-না প্রাণ
জ্ঞান ধরে নিতে প্রাণ আনচান
কী ভাবে ধরবে, কখন ধরবে
প্রাণ সেটা জানে, নয় অনুমান।

জ্ঞান রকমারি ছড়িয়ে ছিটিয়ে
যে দিকে তাকাই, যাচ্ছে গড়িয়ে
ধরে নিতে পারি, কোন বাধা নেই
তবে কেন জ্ঞান থাকে পর হয়ে!

জ্ঞান যত বাড়ে, তত বাড়ে মান
যারা হয় জ্ঞানী, পায় সম্মান
সম্মান, সে তো সকলেই চাই
এই সম্মান, দিতে পারে জ্ঞান।

এখানেও জ্ঞানী, ওখানেও জ্ঞানী
একই জ্ঞান নাকি! কী করে তা মানি!
আগেই লিখেছি, জ্ঞান রকমারি
ইচ্ছামতনই নেওয়া হয়, জানি।

আমাদের প্রয়োজন বিভিন্ন
কিছু প্রয়োজন থাকে অভিন্ন
সব জ্ঞান নিয়ে সবাই ভাবে না
সকলের রুচি হয় ভিন্ন ভিন্ন।

যে জ্ঞান কখনো নিতেই চাইনি
কখনো সে জ্ঞান নিতেও ছাড়িনি
কারণ, এসে গেছে প্রয়োজন
সেই প্রয়োজন ছাড়তে পারিনি।

ইচ্ছা এবং প্রয়োজন নিয়ে
প্রতিটি জীবন চলছে এগিয়ে
মনের দ্বারাই আমরা চালিত
এই চালনায় ভাবনা জড়িয়ে।

সুবীর সেনগুপ্ত