//ইচ্ছানুযায়ী বাছতে হবে বিষয়//
কেউ করবে না খুব পড়াশোনা
হতে অপরাধী কিংবা সেয়ানা
শিক্ষিত হয়ে হওয়া অপরাধী!
কার মনে থাকে এমন ভাবনা!
কিন্তু আছে তো একটি বিষয়
অপরাধ বিজ্ঞান বলা হয়
অনেকের আছে এতে উৎসাহ
তাঁরা শিক্ষিত, অপরাধী নয়।
অনেক অনেক পড়ার বিষয়
কে নেবে কোনটা, নিলে জানা যায়
এর কি বিরোধ করবে কী কেউ!
বিরোধ করাটা খুবই অন্যায়।
চোখ কান খুলে সকলেই চলি
সকলেই দেখি সকলের শুনি
যা দেখি সকলে প্রায় সব এক
তবুও ভাবনা বিভিন্ন তা মানি।
ডাক্তারি পড়ে ডাক্তারই হবে
এরোপ্লেন কি চালাতে পারবে!
ডাক্তার হতে চেয়েছিল তাই
হয়নি সে পাইলট এই ভবে।
বিষয়ের নেই কূল ও কিনারা
যে বিষয় ভালো লাগে তাই ধরা
এতে শুধু থাকে নিজেরই ইচ্ছা
আর কি উপায় থাকে এটা ছাড়া!
একটা তো নয় শিক্ষার স্থান
প্রতি স্থানে আছে শিক্ষার মান
উচ্চশিক্ষা সব বিষয়েই
যে যাঁর মতন শিখেই মহান।
সৎ কাজ শিখে নেওয়াই তো যায়
অসৎ কাজের শিক্ষা কোথায়!
চোরা গলি আর চোরা পথ ধরে
অসৎ কাজের শিক্ষা ধরায়।
অপরাধী ধরা খুব মহৎ কাজ
জানা চাই অপরাধ বিজ্ঞান
অপরাধী মন বুঝতে তো হবে
সেই কারণেই নেওয়া হয় জ্ঞান।
সুবীর সেনগুপ্ত