//হয়ত নয়ত সাথী আমাদের//
আবার চাইছি, বলবই কেন!
চাইছি তো আমি নিশ্চিত
পাই কী না পাই, জানব পরেই
করব না ভুল ইঙ্গিত।
হয়ত লিখছি, বলাই যায় না
মনে মনে লেখা হয়না
কলম ছুঁলেই কাগজের বুক
লেখায় প্রাণের ঝর্ণা।
হয়ত পুরনো ভাবনা জাগবে
জাগলেই তবে জানব
সুখ স্মৃতি দেবে নিশ্চিত সুখ
হয়তকে দূরে রাখব।
হয়ত স্বপন নিদ্রাতে পাবো
হয়ত পাবোনা, কে জানে!
অপূর্ণ আশাও পাবে পূর্ণতা
হয়ত শুধুই স্বপনে।
যাবে কী হয়ত বর্ষা হঠাৎ!
আসবে হয়ত শরৎ
সত্যিই যদি তাই হয়ে যায়
বুঝব আসছে সংকট।
হয়ত ভাবলে আসবে নয়ত
গুলিয়ে দেবেই ভাবনা
তবুও থাকবে অভিধান জুড়ে
হয়ত নয়ত সাধনা।
হয়ত শুনলে আস্থা হারায়
আস্থা ফেরাতে নয়ত
পরিস্থিতি যে করেই বাধ্য
হয়ত নয়ত বলায়।
সুবীর সেনগুপ্ত