//হঠাৎ নাকি পরিকল্পনা//
হঠাৎ কিছু হয়ে গেলে ভালো
ভালো লাগছে না পরিকল্পনা
হঠাৎ কলম নিয়ে নেব হাতে
গড়ব আবোল তাবোলের ছানা।
হঠাৎ প্লাবন লাগে না তো ভালো
প্লাবনের নেই পরিকল্পনা
না কেউ কখনো চাইবে করতে
হঠাৎ এখানে ভালোই লাগে না।
হঠাৎ খবর কারো মৃত্যুর
বিষাদের কোনো ভাবনা ছিল না
বিষাদের ছায়া মন ঢেকে দিল
ভালো খারাপের প্রশ্ন হয় না।
হঠাৎ করি না কখনো যাত্রা
পরিকল্পনা করতেই হয়
হঠাৎ যাত্রা করতে হলেই
বহু অসুবিধা পেতেই তো হয়।
হঠাৎ যখন পাই উপহার
খারাপ বললে পাবো গালাগালি
ভালো ভালো ভালো উপহার ভালো
হঠাৎ এসেই জ্বেলে দিক আলো।
নিশ্চিত আছে পরিকল্পনা
প্রতিটি শরীর গঠনের কালে
কার হয় এই পরিকল্পনা!
অজানা তথ্য গোপনতা জালে।
হয় হঠাৎ নয় পরিকল্পনা
এ ছাড়া আর কী হয়ে যেতে পারে!
বিকল্প খুঁজে আমি অসফল
মতামত চাই আমি বারেবারে।
সুবীর সেনগুপ্ত