//হারিয়ে যাক এই মন//
যা যা হারিয়েছি
খুঁজেও দেখেছি
কিছু পেয়ে গেছি, কিছু না পাওয়ার ঘরে
না পাওয়ার ঘর কোথায় যে কোন সুদূরে!
কিছু হারালেই
মন ভাবাবেই
ভাবতে ভাবতে ভাবনাও যায় সরে
হারানোর কথা মন থেকে যায় উড়ে।
যেই হারালাম
ঠেলাও খেলাম
মন হয়ে গেল তৎপর সেটা খুঁজতে
কখনো পেয়েও গেলাম সেটা হাতে।
যখন হারালো
বিষাদ ভরলো
সাথে সাথে হলো হারানোর বিশ্লেষণ
জানা দরকার হারানোর কী কারণ।
জিনিস হারায়
অসাবধানতায়
অনিচ্ছাতেই করে ফেলি কোনো ভুল
ভুল করি, তাই দিতেই হয় মাশুল।
মন হারালেই
কী যে করে যাই!
মন হারানোর মতন কিছুই নয়
আসলে যে চাই মন হারাক সেই আঙিনায়।
ভুল জেনে ফেলি
মনে মনে দুলি
এ ভুল আর নয়, করে ফেলি এক পণ
ভেঙে ফেলি সেই সব পণ অকারণ।
কিছু হারাব না
সবার ভাবনা
কিন্তু সবাই হারিয়েও থাকি জীবনে
থামানো যাবে না হারানো এই ভূবনে।
হারাব হারাব
হারিয়ে ভুলব
আবার কেনার আছে যে আমার ক্ষমতা
হারালে হারাক এ তো নয় বড় কথা।
সুবীর সেনগুপ্ত