//জ্ঞানে অজ্ঞানে প্রতিদিন শিখি//
করুন করুন করেই শিখুন
ইচ্ছে মতন শিখতে থাকুন
শেখার আছে অনেক উপায়
কোন প্রকরণ শ্রেষ্ঠ জানুন।
শুনে শুনেও শিখতে পারেন
এক ইন্দ্রিয়ে শেখা জানবেন
এমন শেখার কিছু অসুবিধা
শেখার অংশ ভুলতে পারেন।
কেবল দেখেও শেখায় মজেন
দৃষ্টি প্রসার করতে থাকেন
দৃষ্টি যেই না হলো আড়াল
সব গুলিয়ে ফেলতে পারেন।
অনেক মানুষ পড়েই শেখেন
পড়ার দিকেই ঝুঁকে থাকেন
ধারাবাহিকতা থাকার ফলেই
মনেই বিরাজ, যা শিখলেন।
গড়ে উঠলেই শেখার কারণ
মানা মুশকিল শেখায় বারণ
কারণ হলে তাৎপর্যপূর্ণ
মজবুত হবে শেখার ধরন।
শেখার সাথে ইন্দ্রিয়যোগ
এক দুই তিন যেমন সুযোগ
যত ইন্দ্রিয় তত ভালো শেখা
বেশি ইন্দ্রিয় হোক-না নিয়োগ।
কে ঠিক করবে শেখা প্রকরণ!
এ তো নিজ নিজ ভাবনার ধন
নিজ নিজ শেখা নিজ দায়িত্বে
নিজে বেছে নেবে ঠিক প্রকরণ।
শুনেও শিখব, দেখেও শিখব
কখনো করেও শিখতে থাকব
করে শিখলেই ভালো শেখা যায়
তাই বুঝে গেছি, সেটাই বলবো।
শেখা আরম্ভ জন্মের থেকে
জীবন এগোয়, চলতেই থাকে
বলতে পারি না শেখা চিরন্তন
মরণ যে দেয় এ জীবন ঢেকে।
আমি যা বুঝেছি মানতে হবে না
নিজ নির্ণয় ছাড়তে হবে না
শিখতে হবেই তা সে যাই হোক
সবাই শিখুক এটাই কামনা।
প্রত্যেকদিন কিছু শেখা হবে
অজান্তেই তা বেশ হয়ে যাবে
কিছু কিছু শিখি নিজের তাগিদে
অনেক প্রয়াস বিফলেই যাবে।
সুবীর সেনগুপ্ত