//জ্ঞান মানে ধন//
আমি কত জানি, তুমি কত জানো
হিসেবে করে কী কিছু লাভ হবে!
আমার যা জ্ঞান, তাই তো থাকবে
তোমার জ্ঞান কী কিছু কমে যাবে!
জ্ঞান হলো দামী, সকলেই জানি
জ্ঞান আহরণ চলতেই থাকে
কোন পথে জ্ঞান আসে কার কাছে
পথ তো অনেক, ঢিল মৌচাকে|
যে বিষয়ে জ্ঞান নিয়েই ফেলেছি
সে জ্ঞান আমার, হয়ত তোমার
কারণ তুমিও সে জ্ঞান নিয়েছো
তবে সেই জ্ঞান নয় সব্বার|
কৌতূহলের কোনো শেষ নেই
অনুসন্ধিৎসা সহজাত ধারা
কেউ বেশী খোঁজে আর কেউ কম
কারো সন্ধান সব ছাড়াছাড়া|
জানতে হবেই তা সে যাই হোক
জেনে জেনেই তো হয় পথ চলা
জানা জ্ঞান হয়ে থাকে মস্তিষ্কে
জ্ঞান বৃদ্ধিতে জীবন সবলা|
জ্ঞান ও শিক্ষা আর অভিজ্ঞতা
যত অর্জন, ততই তো ভালো
এই ধারণায় কার বিরোধিতা!
এই ধারণাই জ্বেলে দেয় আলো
জ্ঞান দূরে দূরে, জ্ঞান অতি কাছে
খুঁজে দেখবার চোখ থাকা চাই
খোঁজার সময় মনও সঙ্গী
দুইয়ের মিলনে জ্ঞান আসবেই|
জ্ঞানের তুলনা করা হবে ভুল
প্রত্যেক জ্ঞান খুব মূল্যবান
জ্ঞান ছোট বড় হতেই পারেনা
জ্ঞান হলো জ্ঞান, শুধুই তো জ্ঞান|
অর্জিত জ্ঞান দিয়ে কী যে করা
জ্ঞান জীবনের ধনের স্বরূপ
জ্ঞান থেকে ধন, ঠিক কী না, বলো!
জ্ঞান-বিজ্ঞানে নয় থাকা চুপ|
বিলিয়ে দিলেই জ্ঞান যায় বেড়ে
লাগে অদ্ভুদ এই কথা জেনে
কিন্তু এ কথা একদম ঠিক
এর প্রমান তো নিজেরই মনে|
যদি চলা যায় জ্ঞান ভালবেসে
মন নাচবেই খুব হেসে হেসে
না চাইতেও জ্ঞান এসে যাবে
জ্ঞান আছে হাওয়াতেই ভেসে|
সুবীর সেনগুপ্ত