//জ্ঞান দেওয়া নেওয়া খুব প্রয়োজন//

সাধারণ ভাবে জানতে চাইলে
সাধারণ ভাবে পাই না জবাব
ঘোরানো ফেরানো কত কথা শুনি
জবাবের থেকে যায় অভাব।

যদি নাই থাকে জবাব, তাহলে
থাকলেই হয় শুধু চুপ করে
ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা কেন!
কী যে মতলব, থাকে অন্তরে!

জানতে চাইতে সকলেই পারে
অন্যায় কিছু দেখি না তো আমি
এই ভূবনের কিছুই জানিনা
জানিনা বলেই প্রশ্নকে চুমি।

জানার জন্য কাউকে লাগবে
সেটা ত্যয় করা আমারই তো দায়
জিঞ্জাসা যাঁকে করলাম, সে তো
ঠিক না বলেই যায় বাহানায়।

তুমি কিছু জানো, কিছু জানি আমি
জ্ঞানের আদান প্রদান থাকবে
তবেই তো জ্ঞান পড়বে ছড়িয়ে
প্রতিটি কর্ম ফল দিয়ে দেবে।

বেশী যা জানার, সব প্রাণহীন
সেখানে প্রশ্ন করা অবান্তর
মানুষ ছাড়াও আছে বহু প্রাণ
সেসব প্রাণ কী দেবে উত্তর!

জ্ঞান লাগতেই পারে নিজ কাজে
জ্ঞান তো বিলিয়ে দেবারও জন্য
বিলিয়ে দিলেই জ্ঞানের বৃদ্ধি
এ এক যুক্তি যা অনন্য।

গুরু শিষ্যের পরম্পরাতে
জ্ঞানের আদান প্রদান মুখ্য
যদি করে ফেলি তা অমান্য
জ্ঞান আহরণে থাকবে দুঃখ।

জ্ঞান দিলে, জ্ঞান যায় না হারিয়ে
জ্ঞান অর্জন দেওয়ার তরেই
জ্ঞান আমি দেবো, জ্ঞান তুমি দেবে
দুই জ্ঞানী পাশাপাশি হাসবেই।

সুবীর সেনগুপ্ত