//জ্ঞান আহরণ সে এক নেশাই//
প্রশ্ন করলে জবাব আসবে
কে দিল জবাব, পরে জানা যাবে
জবাব শুনে কী ভুলে যেতে হবে!
এটা কিরকম প্রশ্ন, বলবে!
জিজ্ঞাসা করি জানার তরেই
জানতে পারলে, তা যায় জ্ঞানেই
জ্ঞানে না জুড়লে, হারিয়ে যাবেই
সময় খারাপ কেন করা ভাই!
জানার ইচ্ছা, কী করে জানব!
উপায় অনেক, তা নিয়ে ভাবব
তার থেকে একটাকে বেছে নেব
জানার জন্য তাতেই ডুবব।
সাঁতার শিখি না ডুব দিয়ে জলে
না শিখি রান্না ঢুকেই হেঁশেলে
জ্ঞানও আসে না উপায় ধরলে
মনোযোগ যদি থাকে শুধু ছলে।
জ্ঞান বাড়াবার সহজ উপায়
জিজ্ঞাসা করে জেনে নেওয়া যায়
সহজ উপায় কম স্থায়ী হয়
কষ্ট করেই শিখলে তা রয়।
শেখা নিয়ে এত কথা যে কীসের!
শেখার কাজ তো শুধু মানুষের
শেখার ইচ্ছা থাকে যদি ঢের
শেখাও হবেনা কোনো তর্কের।
জানা আর শেখা নয় এক দলে
যদিও দুটোই জ্ঞানের কবলে
এক দলে করে নিলেও তো চলে
তবে করা নয় কোনো ছলেবলে।
শেখা মজবুত শুনে আর লিখে
সাথে সাথে বলা রেখে দিয়ে মনে
সেই জ্ঞান দিয়ে শেখাও সমানে
জ্ঞান গেঁথে যাবে হৃদয়ের কোণে।
জ্ঞান থেকে যাবে আজীবন সাথে
লাগবেও কাজে দিনে আর রাতে
জ্ঞান প্রয়োজন জীবনের পাতে
জ্ঞানই বাঁচাবে সব সমস্যাতে।
জ্ঞান সম্পদ ধন এর মতোই
আহরণ করা সে এক নেশাই
এ নেশায় কোনো পাগলামী নেই
জ্ঞান ভালবেসে সুখী তো হবই।
সুবীর সেনগুপ্ত