//গুরুত্ব নেই জীবনের//

অসহায়তার সুযোগ খুঁজতে খুঁজতে
দিন কেটে যায়, খোঁজার হয় না শেষ
কেন যে আমার মনে এরকম ধারণা!
চাই নাকি হোক অসৎ উপায়ে আয় বিশেষ!

কে যে অসহায়, কী করে যে বোঝা যায়!
মনে হয় যেন সকলেই খুব বুদ্ধিমান
বুদ্ধিমান কী অসহায় হতে পারে না!
কার দিকে ছুঁড়ে দিই আমার প্রশ্নবাণ!

চারিপাশে শুধু জীবনের ছড়াছড়ি
সবাই ব্যস্ত যাঁর যাঁর নিজ কর্মে
আমি একা নাকি কর্ম ছাড়াই জীবনে!
হওয়া অসম্ভব তাই উপলব্ধি মর্মে।

কে কেমন ভাবে দিন কাটানোর পক্ষে
এ কী ঠিক হয়ে যায় জনমের সাথে!
কিছুতেই এটা জানাই যাবে না কখনো
ওলট পালট ভাবনা কেবল দিনে রাতে।

বলতে কী পারি আমি খুব অসহায়!
অসহায় খুঁজি, নিজে কেন হব অসহায়!
বেশ বেশ বেশ, তাহলে কী আমি নির্বোধ!
নাকি বিদূষক হয়ে করে যাই অভিনয়!

অশিক্ষিত যে নই আমি সে তো জানি
শিক্ষার কোনো প্রভাব কেন যে পড়ে না!
চাকরী না খুঁজে কী কারণে খুঁজি অসহায়!
প্রশ্ন নিজেকে, কী জবাব দেব, জানি না

আমার চেতনা, আমার চিন্তা আমারই
এতে অনধিকারপ্রবেশ করে না কেউ
চেতনা চিন্তা দুটোরই করি বিশ্লেষণ
অন্তে অনুপস্থিত আলোড়ন ঢেউ।

পরিবর্তন চেয়েও আসে না জীবনে
পরিবর্তন কেবলই তো হয় বয়সে
মেনেই নিয়েছি এ জীবন অর্থহীন
অসহায় খোঁজা আর নেই প্রয়াসে।

সুবীর সেনগুপ্ত