//গুজব শুনলে যাও এড়িয়ে//

শুনতে পেলাম যাচ্ছে পাওয়া
চৌরাস্তায় খুশির হাওয়া
কোথায় সেটা! বাইরে গেলাম খুঁজতে...
খুঁজে খুঁজে উপর নিচু
পেলাম না তো তেমন কিছু
হতাশ হয়ে এলাম ফিরে বাড়ীতে।

যাঁর যা খুশী বলতে পারে
খাজনা যে নেই বলার তরে
নিকটে যে, সে তো পাবেই শুনতে...
কি করবে সে শোনার পরে!
জানতে পারে প্রশ্ন করে
কিংবা ছুটে যাবে কিছুই করতে।

জনশ্রুতি কিংবা গুজব
সে সব নিয়ে খুব কলরব
যে করবে, তাঁর ভোগান্তি তো হবে...
গুজব হয় না কোনো পরব
ভাবতে পারো গুজব আজব
তোমার ভাবনা তোমাকে বাঁচিয়ে দেবে।

গুজব শুনলে, দাও শুনিয়ে
আর এক গুজব বানিয়ে নিয়ে
নতুন গুজব আগের গুজব কাটবে...
নইলে গুজবে যাও এড়িয়ে
আসল খবর নাও জড়িয়ে
শান্তি ছিল শান্তি তোমার থাকবে।

গুজব ছিল, গুজব থাকবে
গুজব স্বার্থ সিদ্ধি করবে
গুজবের যারা সৃষ্টি কর্তা, দুর্জন...
তাদের চিনে রাখতে হবে
আসলে কাছে ঠেলতে হবে
করবে না আর গুজব জ্বালাতন।

সুবীর সেনগুপ্ত