//গঠন থাকলে, ভাঙ্গন থাকবে//
গড়লাম, গড়ে ভাঙলাম
তবু কেন আমি গড়লাম!
এই নিয়ে আমি ভাবলাম
বলছি, কী ফল পেলাম।
গঠনের কাজ মানুষের
এই কাজ অন্য প্রাণীদের
গঠন তো নয় ধ্বংসের
ধ্বংস হলেই দুঃখের।
ধ্বংসের পথ খুঁজি না
ধ্বংস-করণ ছাড়ি না
ধ্বংসের নেই কামনা
ভুল করে গড়ে রাখি না।
অভাব যখন মনে নেই
কেনাকাটি চলে সহজেই
অযথাও কিনে ফেলি তাই
পরে জঞ্জাল, ফেলে দিই।
ধ্বংস বিনাশ বিনষ্ট
করতে কি পাই কষ্ট!
নিয়মে ধ্বংস অস্পষ্ট
ধ্বংস মানেই অনিষ্ট।
সবাই কখনো হয়না স্রষ্টা
সবার কিন্তু আছেই তেষ্টা
তেষ্টা পূরণ করতে চেষ্টা
সফল হয় না সব প্রচেষ্টা।
জীবন গঠন চলছেই
বিনাশের পথ গড়ছেই
কেবলই সৃষ্টি, নয় তাই
বাদ নেই, কিছু বাদ নেই।
একাগ্রতার সাথে গড়ে
প্রভূত তৃপ্তি মন ভরে
ভালোবাসা গঠনের তরে
তাও যায় ধ্বংসের ঘরে।
থাকেনা বিনাশ কোন মনে
তবুও বিনাশ ক্ষণে ক্ষণে
বিনাশের হওয়া প্রয়োজনে
বুঝতে পারিনা এর মানে।
ধ্বংস যখন অনিবার্য
তখন হয় অপরিহার্য
করতে হয় সেই কার্য
কেন যে ধ্বংস ঔদার্য।
সুবীর সেনগুপ্ত