//গর্ব করার কারণ থাকতে পারে না//

গর্ব করার কারণ কি হবে!
শরীরে রক্ত থাকলে কি হবে!
গর্ব যখন করাই যায় না
গর্ব করার কারণ থাকে না।

কেন করব না গর্ব, বলো তো!
সফল হয়েছি, আমি বিখ্যাত
তবে কি সফল হওয়াই কারণ!
যে কারণ হবে গর্বের ধন।

কুলিরা মাথায় ওঠায় ওজন
সকলে কি পারে করতে এমন!
কুলির বুক কী ভরবে গর্বে!
গর্ব করে কী বেশী আয় হবে!

হাতে দামী ঘড়ি দামী পরিধান
এগুলো আমার গর্বের মান
দুর্লভ গাড়ি চড়ে ঘোরাঘুরি
গর্বতে বুক ফুলে হয় ভারী।

গর্ব করার আসন পেয়েছি
কেউ তা দেয়নি, নিজেই নিয়েছি
জানতে চাও কি কিভাবে নিলাম!
অধিকার আছে নিতে পারলাম।

হইনি তো পশু, মানুষ হয়েছি
এ কী গর্বের! বুঝতে চেয়েছি
আদেশ দেওয়ার পেয়েছি ক্ষমতা
এই ক্ষমতা কী গর্বের মাথা!

সকলেই জানে আমি সচ্ছল
গর্ব করতে লাগে না তো ছল
তবে কি বলবো গর্বের তরে
স্বচ্ছলতাই সামনের ঘরে!

আরম্বড়ের মাঝে থাকলে কি
বাজাতে থাকবো গর্বের ঢাকি!
লোকে শুনবে কি ঢাকের শব্দ!
নাকি না শুনেই করবে জব্দ।

গর্বের প্রয়োজন নিয়ে ভাবি
এই প্রয়োজন হবে নাকি দাবী!
এই দাবী হয়ে যাবে অহংকার
পেতেই থাকবো শুধু ধিক্কার।

সবাই মানুষ বিধির সৃষ্টি
সমান এর মাঝে হোক না দৃষ্টি
অহংকারের নেই কোনো স্থান!
খর্ব‌ই হয়ে যায় সম্মান।

সুবীর সেনগুপ্ত