//গর্বিত আমি মাতৃ ভাষাতে//

মিটছে না আশা, দেখেই আকাশ
বাসস্থান কি দিচ্ছে বাতাস!
খেলছি না তাশ হয়েই হতাশ
তবে ভাবনায় ভাবের বিলাস।

দর্পণ দেখে কে করেছে পণ!
পাচ্ছে কি ধন জুটিয়ে সাধন!
বিবরণ শুরু করছে কী রণ!
চেতন কিন্তু জুড়ে আছে তন।

আবাসনে আছে, অনেক আসন
জ্বালাতনে খুঁজে পাচ্ছি জ্বলন
আপন করছি, করে আলাপন
আবরণ সরিয়েই তো বরণ।

অপমান করে বাড়ে নাকি মান
ময়দানে ঘুরে কে যে করে দান!
চালতা কিনলে পেয়ে যাবে চাল
রাখাল বালক কাটবে না খাল।

বর্বর হলে হবে ভালো বর
সহচর যারা সবাই কী চর!
নীরব থেকে কি পেয়ে যাব নীড়!    
কিন্তু অধীর না হলেই ধীর।

অভিনেতা হলে, হবে নাকি নেতা!
বিবিধতা হলে, আসে কী বিধাতা!
পবন কি শুধু খুঁজবেই বন!
তবে বিচরণে আছেই চরণ

প্ররোচনা দিয়ে হয় না রচনা
বিছানায় শুয়ে পাই না তো ছানা
সেয়ানা শুধুই হবে নাকি সেনা!
বাখানা করে কী পেয়ে যাব খানা!

ঠিকানা জানলে, কে যে হবে কানা!
অজানার মাঝে পেয়ে যাই জানা
বাতিল করে কী পাওয়া যায় তিল!
কিন্তু পাচিলে এসে বসে চিল!

শুধু ভাতিজা কি খেতে পারে ভাজা!
যে সাজাবে সেই পেয়ে যাবে সাজা
সাধুবাদ দিয়ে কেন হবে বাদ!
অপবাদ দিলে করবই বাদ।

শব্দগুলোকে উলটে পালটে
বেশ খেলি আমি বাঙলা ভাষাতে
ভাবতে হয় না সময় কাটাতে
গর্বিত আমি মাতৃ ভাষাতে।

সুবীর সেনগুপ্ত