//গন্তব্যে পৌঁছতে রাখছি মাধুর্য//

নতুন নতুন ভাবনা ভরা ডালি
প্রত্যেকদিন নতুন নতুন খেলা...
একের সঙ্গে আর এক জুড়ে জুড়ে
কাটছে আমার অবসরের বেলা।

দীর্ঘ অভিজ্ঞতায় ভরা ঝুলি
অভিজ্ঞতা সময় থেকে পাওয়া
পুষ্ট মনে নেই কোন সন্দেহ
চলছে জীবন লাগিয়ে গায়ে হাওয়া।

বদলে যাওয়া জীবন নিয়ে ভাবি
বুঝতে পারি, এটাই ভবিতব্য
শুধু আমার জীবনে নয় বদল
বদলে সমাজ হয়েছে আজ সভ্য।

যা উপভোগ করেছি একদিন
আজ তা পেয়েও চাই না কেন নিতে!
এর উত্তর আছে আমার কাছে
অভিজ্ঞতাই শিখিয়েছে বুঝতে।

বলতে আমার নেই সংকোচ সংশয়
অতীত জীবন ডুবেই ছিল সুখে
আজকের সুখ একটু অন্যরকম
দুঃখ থেকেও সুখ ধরে নিই বুকে।

মানুষ হয়ে চিনেছি এই প্রকৃতি
সবাই পারে চিনতে, সে তো জানি
যে নিয়মে এই প্রকৃতি চলছে
সেটাই আমার পথ প্রদর্শক, মানি।

প্রবীণ হতে চেয়েছিলাম নাকি!
এমন ভাবনা ভাবার সময় ছিল কি!
পেরিয়ে গেছে সময় হু হু করে
শব্দ করে জানায়নি তো ঢাকি।

এখন সময় সবই অতিরিক্ত
ভাবনা নিতে পারি ভবিষ্যতে
গন্তব্যে পৌঁছতে যে হবে
তাই তো রাখছি মাধুর্য এই পাতে।

সুবীর সেনগুপ্ত