//গণতন্ত্রের ছবি, পাল্টে দেয় না রবি//
জোর করে নেওয়া নয়
ভোট তো দিয়েই হয়...
এক এক যোগ করে
ভোটের সংখ্যা বাড়ে...
এক মানুষের ভোট
শুধু এক, নয় জোট...
দল যত ভোট পাবে
জুড়ে জুড়ে জোট হবে...
গণতন্ত্রের জয়
তাই ভোট দিতে হয়...
ভোট না দিলে কি হবে!
দেশ চলবে না তবে...
ভোট দেওয়া কর্তব্য
যে দেবে সে সভ্য...
ভোটে জিতে সরকার
সকলের দরকার...
জনগণ যা চাইবে
সরকার সামলাবে...
অতীতের রাজা নেই
রাজত্ব হারিয়েই...
রাজত্ব কাড়া হলো
রাজাকে মানতে হলো...
কার এত হিম্মত!
জনতার মতামত...
জনতা চায়না রাজা
নেতা হবে কোনো প্রজা...
প্রতিবাদে রাজা গেল
গণতন্ত্র এসে গেল...
জনতা স্বাধীন চেতা
কাউকে বানাবে নেতা...
নয় কোন নির্দেশ
কিংবা কারো আদেশ...
সকলের মত চাই
তবে নেতা জুতসই...
ভোট এলো মত থেকে
জনতার খুশি মেখে...
জনতার সরকার
ক্ষমতার অধিকার...
ক্ষমতা সবার নয়
কতিপয় নেতা পায়...
এটাই তো গেঁড়াকল
সুবিধাবাদীর দল...
ক্ষমতার ব্যবহারে
নেতাদের পেট ভরে...
জনতার প্রতিবাদ
বাহানায় হয় বাদ...
কিছুই করার নেই
পাঁচ বছরের ঠাঁই...
পাঁচটি বছর পরে
ভোট আসে ঘুরেফিরে...
নেতা পরিবর্তন
নূতনের আগমন...
এখন নতুন নেতা
গাল ভরা ভালো কথা...
যেতে না যেতে সময়
নেতাও বদলে যায়...
আগের নেতার মতো
জড়ো করে টাকা যত...
জনতা বুঝতে পারে
নেতাকে ঘেরাও করে...
তারপরে গ্রেপ্তার
ভয় হয় জনতার...
গণতন্ত্রের ছবি
পাল্টে দেয় না রবি...
কিছু কাজ কিছু চুরি
এভাবেই ওড়ে ঘুড়ি...
লাট খায় আসে চাপ
জনতাও চুপচাপ...
ভোট এলে, ভোট দেয়
কারণ থাকে আশায়...
অসহযোগ করে
সমস্যা আরো বাড়ে...
তবে বিকল্প কী!
ঘুষ দিতে হবে নাকি!
ঘুষ আর তোষামোদ
এতেই জড়ায় বোধ...
এ ভাবে জীবন চলে
খোলা আকাশের তলে...
মেনে নাও মেনে নাও, সবকিছু মানা চাই
নেতারা করুক চুরি, সেবার কী দাম নাই!
সুবীর সেনগুপ্ত