//গগন//
আমার গগন মাথার উপর
শুধুই তো নয় আমার জন্য
তাকালেই ওই উপর পানে
গগন দেখেই দু-চোখ ধন্য।
গগন সুনীল, গগন শুভ্র
গগন কালো, গগন ধূসর
মাথার উপর সদাই গগন
আর গগনের বিভিন্ন স্তর।
কথায় কথায় আমরা বলি
আকাশ বাতাস মাটি ও জল
বলার কারণ খুঁজতে হয় না
এই চার নিয়েই জীবন সচল।
আকাশ গগন খগোল নভ
অনেক নামের বাহার নিয়ে
এই পৃথিবীর চতুর্দিকে
গগন আছে বেশ ছড়িয়ে।
সব গ্রহেরই আছে গগন
সেই গগনের নেই দর্শক
দেখতে চাওয়া বৃথাই আশা
সেই গ্রহ যে হয়না ভ্যুলোক।
উড়োজাহাজ উড়ছে যখন
ভেদ করে যায় অনেক গগন
খুব কাছে তাও পাই না ছুঁতে
জানলা দিয়ে দেখি তখন।
অপূর্ব সব গগন দৃশ্য
মন ভরে যায় দেখে দেখে
কিছু সময় গগন সাথী
অল্প সময় রেশ যায় থেকে।
গগন গড়ার বহু প্রক্রিয়া
গড়ছে ভাঙছে নিজে নিজেই
মানুষ তো নেই এই সৃষ্টিতে
সন্তোষ পাই শুধু দেখেই।
সুবীর সেনগুপ্ত