//ঘটনার পরে ঘটনা//
সাদরেই করি আহ্বান আমি
আজকের ঘটনার
ঘটল, কিন্তু বড্ড দেরীতে
এই ফল সাধনার।
ক্ষয়িষ্ণু এই জীবনধারাতে
কেন শুধু সংগ্রাম!
গ্রহণযোগ্য জবাব কোথায়!
জানব কী ছেড়ে ধরাধাম!
সচেতন মনে ভাবনার দল
যুদ্ধে পায় না জিৎ
অবচেতনের মধ্যে যে ভাব
হয়ে যায় অভিজিৎ।
যে সমীকরণ নিয়েই জীবন
তার নেই সমাধান
কিন্তু আছে তা কাগজের পাতে
করে করে অনুমান।
ঘটনা ঘটানো মানুষের কাজ
জ্ঞানে আর অজ্ঞানে
ঘটনা ঘটছে মানুষ রহিত
ভূবনের কোনে কোনে।
গ্রহ উপগ্রহে ঘটছে ঘটনা
কোন মন এতে ডুবে!
চোখের আড়ালে ঘটনার ধারা
মননে কী করে জুড়বে!
আমার ঘটানো ঘটনার ফল
চাই হোক মনোমত
সাদর অভ্যর্থনা তখনই
ফল নিয়ে অভিভূত।
যে দিকে তাকাই, শুধুই ঘটনা
না তাকালেও ঘটনা
হয়ে যায় যদি ভূবন ধংস্ব
ঘটতে থাকবে ঘটনা।
সুবীর সেনগুপ্ত