//ঘটনা নিয়েই ভূবন বিদ্যমান//

ঘটনা সমূহ প্রবাহিত একটানা
প্রবাহে থাকেনা সময়ের সীমানা
ঘটনার প্রবাহিত ধারা এক নয়
বদলে বদলে নতুনত্বের হয় জয়।

ঘটনা ঘটবে, হবেও পুনরাবৃত্তি
পুনঃ সংঘঠনে মানুষের আসক্তি
প্রাণের সহিত ঘটনার আছে যোগ
এই কথাতেই প্রকৃতির অভিযোগ।

প্রাণ না থাকলে, ঘটনা কি থেমে যেত!
ঘটনার ধারা তাও প্রবাহিত হতো
ঘটনা নিয়েই ভূবন বিদ্যমান
চলতে থাকবে ঘটনার অভিযান।

সম তাৎপর্য প্রাণ আর প্রকৃতির
ঘটনা ঘটিয়ে শান্ত, নয় অধীর
অঘটন হলে সেটাও একটি ঘটনা
সব ঘটনার সাক্ষী সময়, তা জানা।

ঘটনা ঘটাতে করে ফেলি আয়োজন
যদি বুঝি সেই ঘটনার আছে প্রয়োজন
প্রয়োজনহীন কিছু ঘটনার সাথে
প্রতিটি মানুষ জুড়বেই পথে ঘাটে।

ঘটনা স্বাধীন, সেটা নাও হতে পারে
যাই হোক, তবে ঘটবেই বারে বারে
কোনো ঘটনায় এই মন আপ্লুত
কোনোটা আবার নিশ্চিত গড়ে ক্ষত।

একা একা হই বহু ঘটনার বন্ধু
তার থেকে কিছু বেছে নিয়ে গড়ি সিন্ধু
ঘটনা ঘটুক, হয়ে যাক মনোমত
কামনা বাসনা, মনে তাই অবিরত।

জনমের সাথে ঘটনার সূচনা
মরণের সাথে শেষ হয়ে যায় ঘটনা
মহাকাশে যত ঘটনার উৎপত্তি
গ্রহ উপগ্রহ তারাদের নিয়ে সত্যি।

ঘটনার নেই স্থান কাল আর পাত্র
ঘটেই চলেছে ঘটনা যত্রতত্র
ঘটনাতে খুশি, ঘটনাতে পরিতাপ
ঘটনা থেকেই স্থায়ী অস্থায়ী ছাপ।

ঘটনা কখনো শুকিয়ে হবে না কাঠ
ঘটনার সাথে অবিরাম দিন রাত
ঘটনাই শুধু একটানা এই ভূবনে
বাকী কোন কিছু বসবে না স্থায়ী আসনে।

সুবীর সেনগুপ্ত