//ঘটনা ঘটবে, থামানো যাবে না//

অদ্ভুদ কিছু ঘটবে আজকে
এ কি হতে পারে ভাবনা!
আগে যদি পাওয়া যায় ইঙ্গিত
ভাবনা হবে না ধারণা।

ভাবলাম আজ এটাই করব
করলেই হবে ঘটনা
সে ঘটনা নয় অদ্ভুত, জানি
ঘটনা হবে না সাধনা।

খবরের পাতে অনেক ঘটনা
কিছু থাকে দুর্বোধ্য
হলেও কিন্তু বিশ্বাসযোগ্য
শ্বাস হয় না তো রুদ্ধ।

অদ্ভুদ অবিদিত ও অজানা
ঘটনার সাথে যুক্ত
এমন ঘটনা হয় না অধিক
চিন্তার থেকে মুক্ত।

দৃষ্টি যখন হয় অসফল
করতে অনুধাবন
সেটা হয়ে যাবে মনে অজ্ঞাত
বিচলিত হবে মন।

যা দেখিনি তার অনুমিতি করা
ঠিক নাকি ভুল জানিনা
তবে নিশ্চিত বিশ্বাস করি
কল্পনা নয় কামনা।

আজকে ঘটবে, কালকে ঘটবে
ঘটবেও অনুক্ষণ
বোধহয় এটাই বিধির বিধান
তাই ঘটনার বন।

ঘটনা থামাতে হয়নি প্রয়াস
বরং বেড়েছে ঘটনা
ঘটনা ঘটিয়ে চলেছে প্রকৃতি
কেউ করছে না মানা।

আজকেই ঘটে যাবে অঘটন
বলেই থাকবে জ্যোতিষী
যদি নাও ঘটে কোনো অঘটন
জ্যোতিষী হয় না দোষী।

ঘটনার সাথে জুড়লে গণনা
গণনা হবেই ভ্রান্ত
পাক-চক্রে গণনা ঠিক হলে
কার মন হবে শান্ত!

কোনো ঘটনাতে হলে বিচলিত
তখনই টনক নড়ে
এমন ঘটনা আবার না হোক
মন চায় বারে বারে।

সুবীর সেনগুপ্ত