//ফিকে হবে দৃষ্টি, যাবে না তো চলে//
কত কিছু ধরা দেয় দৃষ্টির পরিধিতে
হা হা হি হি করে করে মানুষ আনন্দে
জনমের তাৎপর্য কী সুখ আর ছন্দে!
দেখছি বিষাদ ছেয়ে আছে শত শত মুখে
সেই সব মুখে নেই হা হা হি হি কোনো হাসি
জনমের তাৎপর্য কী তাঁদের জন্য বাসি!
মহান কর্ম হতে পারে নাকি তাৎপর্য!
ভালো কাজ করতে কী আমাদের জন্ম!
কারণ এমন হলে, তাই হোক ধর্ম|
যত কিছু ধরা দেবে দৃষ্টির পরিধিতে
দৃষ্টি কী রাখবেই ধরে সব কিছু সাথে!
নাকি পছন্দ করে জড়িয়ে নেবেই সাধে!
'দৃষ্টি হারাতে পারে', সম্ভাবনা কী নেই!
বিরল ঘটনা, তাও ভাবনাতে এসে যায়
দৃষ্টিবিহীন হলে প্রতি ক্ষণ কালোতেই|
দৃষ্টিবিহীন, তবু জীবন চলতে থাকে
তা কী সাধারণ জীবনের মতো হয়!
অন্ধের মনে কোন ছবি ধরা দেয়!
বিধাতার দেওয়া চোখ, তাই আছে দৃষ্টি
যে দিকেই চোখ যাবে, দৃষ্টি ধরবে তাই
যা ধরবে তা তো হবে তিক্ত বা মিষ্টি|
প্রয়াস কিছুই নেই দৃষ্টিতে আনতে
এদিক ওদিক চোখ ঘুরিয়েই নেওয়া
স্বতঃস্ফূর্ত ভাবে এসে যাবে দৃষ্টিতে|
দুই আঁখি অঙ্গ, আমাদের শরীরের
তা বলে কী বলব জীবন মানেই আঁখি!
তা নয় তা নয়, তবে আঁখি জীবনের পাখী|
ফিকে হবে দৃষ্টি, বয়স বাড়বে যত
ফিকে হয়, চিরতরে যায় না তো চলে
সেটা হয় শুধুই সংশোধনের ফলে|
সব অঙ্গ আবশ্যক আমাদের শরীরের
আর সেই কারণেই দুই আঁখি উপযোগী
একটু বেশী কদর দৃষ্টি কী পাবে নাকি!
সুবীর সেনগুপ্ত