//ফেরার পথ কী নিশ্চিত!//
যে পথেই যাওয়া
সেই পথেই ফিরে আসা
অন্য পথে কী
পেয়ে যাব শুধু নিরাশা!
বাছতেই পারি
যাওয়ার একটি পথ
ফিরবার পথে
থেকে যাক সেই মনোরথ।
যাওয়া নিশ্চিত
প্রতি মানুষের জীবনে
ফেরা নিশ্চিত
হয়ত হবে না সেই স্থানে।
না ফিরে হয়ত
আবার এগিয়ে যাওয়া
আর তা না হলে
ডান বাঁয়ে চলে যাওয়া।
স্থিরতা কোথায়
বেঁচে থাকা কোনো প্রাণে
স্থিরতা মানে কি
না স্থানের পরিবর্তনে!
স্থান থাকে একই
তবুও থামে না চলা
এই চলা নয়
পদদ্বয়ে মাটি দলা।
থেমে থেকে চলা
চলাতে কেবলই মন
সচল মনের
চলা অদৃশ্য অনুধাবন।
এ পথ ও পথ
কত পথ কেউ জানে কী!
কেউ তা জানে না
জেনে নেই লাভ, তাই কী!
পথ হোক সুগম
এটাই কেবল কামনা
সুগম পথেই
পূর্ণ হয় যে মনোকামনা।
এসে তো গিয়েছি
কোথা থেকে! অনাবিষ্কৃত
তবে ফিরে যাব
সেই স্থানে নাকি! অবিদিত।
সুবীর সেনগুপ্ত