//এড়িয়ে গেলে কী ক্ষতি নাকি লাভ//
এড়িয়ে যাওয়ার প্রশ্ন উঠেছে
এক উত্তর খুঁজতেই হবে
খোঁজার জন্য চাই প্রকরণ
ঠিক প্রকরণ উত্তর দেবে।
এড়িয়ে যাওয়ার কী কী প্রকরণ!
মনে হয় নেই সঠিক জবাব
যে যাঁর মতন গড়ে প্রকরণ
রাখতেও চায় সেটারই প্রভাব।
শরীর খারাপ, রাস্তায় ভীড়
হঠাৎ হাসপাতাল যেতে হলো
দুর্ঘটনাও এসে যায় পাতে
খুঁজে পাওয়া যায় বাহানার আলো।
কাউকে যখন আর চাইছি না
উত্তম হলো দূরে চলে যাওয়ার
দূরে ঠেলে দিতে পারাও তো যায়
বলছি কি আমি বিদায় দেওয়ার!
বিদায় দিলেই দায় শেষ হবে
তা কী সম্ভব প্রকৃত অর্থে!
বিদায় দিলে কী যাবে বহু দূর!
যেখানেই যাক, থাকবে মর্তে।
সব্বাই চায় শেষ হোক দায়
দায় কী আসলে হবে দ্বায়িত্ব!
দ্বায়িত্ব পালন করেই এগোনো
তবে কৃতিত্ব হবে যথার্থ।
ইচ্ছা যে কেন এড়িয়ে যাওয়ার!
কী এড়ানো ভালো! কেউ কী বলবে!
বললেও সেটা নয় নিশ্চিত
এড়ানো মানেই স্বার্থ জড়াবে।
বহু কিছু করি ত্যাগ এই জীবন
করতেও হয় বহু পরিহার
এই সব করা পেতে সন্তোষ
কে কী ত্যাগ করে, নিজের ব্যাপার।
অযথা এড়িয়ে লাভ আছে নাকি!
জানিনা, করিনা কোনো মন্তব্য
এড়ালে কী ক্ষতি হয়ে যেতে পারে!
নাকি পেয়ে যাব ঠিক গন্তব্য!
মানুষ জানবে, জেনে ভুলে যাবে
ক্ষতির সম্মুখীন হতে হবে
ক্ষতি বা লাভের পাবে তো অংশ
সেইমত পরবর্তীতে যাবে।
সুবীর সেনগুপ্ত