//এলোমেলো নয়, চাই শৃঙ্খলা//
হাওয়া এলোমেলো হয়না নিত্য
সেই কারণে কী শান্ত চিত্ত!
হতে পারে, তবে নয় একমাত্র
অনেক কারণ নিয়েই বৃত্ত।
মৃদু সমীরণ বাঁচিয়ে রেখেছে
প্রতিটি প্রাণ এই ভূবনে
কঠোর যখন হয় নভস্বান
প্রাণ বিধাতার স্মরণে।
এলোমেলো হলে মস্তকে চুল
চিত্ত কী সংবিগ্ন!
শান্ত থেকেও মস্তকে হাত
চুল বিন্যাসে মগ্ন।
সারি সারি গাড়ী চলে অনুক্রমে
সমস্যা নেই রাস্তায়
একবার হয়ে গেলে এলোমেলো
যানজটে মন চিন্তায়।
শৃঙ্খলা মেনে চলতে চলতে
পেয়ে যাই পথে সহচর
উদ্দেশ্যহীন চলা এলোমেলো
বাঁধাও যায় না ঘর।
সাগরের ঢেউ একের পর এক
ছন্দের ছড়াছড়ি
সেই একই ঢেউ বিশৃঙ্খলতায়
মনে মনে ভয় ধরি।
এলোমেলো কথা, নেই সন্দেশ
কিছুই থাকে না মনে
গুছানো কথার রেশ থেকে যায়
অন্তরে খুশী আনে।
চাই নাকি কিছু হোক এলোমেলো
জীবনে বাঁচার জন্য!
আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু নেই
প্রণালী হোক অনন্য।
সুবীর সেনগুপ্ত